চলতি বছরের জানুয়ারিতে হাওয়ালা চক্রের মাধ্যমে বেআইনি ভাবে আর্থিক লেনদেনের অভিযোগে সত্যেন্দ্র জৈন, তাঁর স্ত্রী ইন্দু এবং কয়েক জন আত্মীয়ের ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। তার মধ্যে কলকাতার কয়েকটি ব্যবসায়িক সংস্থার দফতরও ছিল। সে সময় ৪ কোটি ৮১ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। অবশেষে সোমবার তাঁকে গ্রেফতার করেছে ইডি। তবে এবার ধৃত মন্ত্রীর পাশেই দাঁড়ালেন দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
সত্যেন্দ্রর গ্রেফতারির প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার দুপুরে কেজরি বলেন, ‘মামলাটি পুরোপুরি জাল এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।’ প্রসঙ্গত, বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে কয়েক ঘণ্টা জেরার পরে সোমবার বিকেলে দিল্লীর স্বাস্থ্যমন্ত্রী তথা আপ নেতা সত্যেন্দ্রকে গ্রেফতার করে ইডি। এর পরেই বিজেপি এবং কংগ্রেস মন্ত্রিসভা থেকে সত্যেন্দ্রকে বরখাস্ত করার দাবি তোলে। যদিও কেজরিওয়াল মঙ্গলবার স্পষ্ট করেছেন, রাজনৈতিক ভাবে সত্যেন্দ্রর পাশেই দাঁড়াবে আপ। দিল্লীর মুখ্যমন্ত্রীর দাবি, তিনি সত্যেন্দ্রের বিরুদ্ধে ইডি-র দায়ের করা মামলা খতিয়ে দেখেছেন। তাতে কেন্দ্রের রাজনৈতিক ষড়যন্ত্রের ছাপ স্পষ্ট।