প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল জামা মসজিদের গম্বুজের একাংশ। সোমবার সন্ধ্যায় প্রায় ১০০ কিমি বেগে ঝড় হয় দিল্লীতে। সেই ঝড়েই মসজিদের চূড়ার একটি অংশ ভেঙে গিয়েছে। মসজিদের অন্যান্য অংশেও বেশ কিছু ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
সোমবার সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হয়েছে দিল্লীর বিভিন্ন এলাকায়। বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া। জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি জানিয়েছেন, মসজিদের চূড়ার তিনটি অংশের মধ্যে দুটি ভেঙে পড়েছে। যার আঘাতে দু’জন আহতও হয়েছেন। বৃষ্টির ফলে পাথরগুলি আলগা হয়ে মসজিদের একটি মিনার ও অন্যান্য অংশ থেকে নিচে গড়িয়ে পড়ে যায়। গম্বুজের ২-৩টি টুকরো মাটিতে পড়ে আছে। অবিলম্বে সেগুলি না সরালে এর সামনের দেয়াল এবং মাঝখানের পুরো গম্বুজটি ক্ষতিগ্রস্ত হবে বলে জানান শাহী ইমাম।
গম্বুজের যে অংশটি বিপজ্জনকভাবে ঝুলছিল, সেটি নামিয়ে আনা হয়েছে। বড়সড় ক্ষতি এড়াতে দ্রুত মেরামতির প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে চিঠি পাঠানো হবে এই মর্মে।
অন্যদিকে, প্রবল ঝড়ে বিজয় চকের শামিয়ানা উড়ে গিয়েছে বলে খবর। দিল্লী পুলিশ সূত্রে জানা গিয়েছে, বদরপুর এবং পুল প্রহ্লাদপুরের মাঝে আন্ডারপাসে জমে থাকা জলে ডুবে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রহ্লাদপুর ব্রিজ থেকে বদরপুরের দিকে আসছিলেন তিনি। সে সময় আচমকাই পড়ে যান জলের মধ্যে।