শহরে বহু জায়গায় বহু অগ্রগতি এসেছে। হুড়হুড় করে এগোচ্ছে টেকনোলজি। অথচ গ্রামে পিছিয়ে পড়ছে মানুষ। মেট্রো শহরে চলছে ফাইভ জি রোলআউটের প্রস্তুতি। অথচ গ্রামাঞ্চলের কিছু স্থানে এখনও ঠিক মতো ফোনের টাওয়ারই মেলে না। দ্রুতগতির ফোর জি সংযোগ তো ছেড়েই দিন। এখনও দেশের বেশ কিছু এলাকায় ফোর জি কভার করা যায়নি। সেই দিকেই এবার নজর কেন্দ্রীয় সরকারের। এয়ারটেল এবং জিও-এর মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে ৩,৬৮৩ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। দ্রুতগতিতে প্রত্যন্ত গ্রামে বসানো হবে টাওয়ার। ইতিমধ্যেই ভারতের বেশ কয়েকটি গ্রামে ফোর জি মোবাইল টাওয়ার স্থাপনের একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
প্রকল্পের অধীনে, ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিওকে নিযুক্ত করা হয়েছে। দুই টেলিকম সংস্থাকে সব মিলিয়ে, পাঁচটি রাজ্যের ৪৪টি জেলার গ্রামে মোবাইল টাওয়ার স্থাপন করতে হবে। তালিকায় রয়েছে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড়। এয়ারটেল-কে মোট ১,০৮৩ টি মোবাইল টাওয়ার বসানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এর জন্য এয়ারটেলের বরাদ্দ প্রায় ৮৪৭.৯৫ কোটি টাকা। অন্যদিকে রিলায়েন্স জিও-কে ৩,৬৯৬টি টাওয়ার বসানোর বরাত দেওয়া হয়েছে। জিও পাবে ২,৮৩৬ কোটি টাকা। মোট ৭,২৮৭টি গ্রামীণ এলাকায় টাওয়ার বসানো হবে। টেকনোলজিতে সেজে উঠবে গ্রাম। আগামী বছর নভেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা আছে।