কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের অষ্টম বর্ষপূর্তি। আর সেই উপলক্ষ্যেই কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রের গরবীব কল্যাণ সম্মেলন কর্মসূচি। বেহালার পূর্ব রেলওয়ে স্পোর্টস কমপ্লেক্সে এই অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। বাংলায় অনুষ্ঠান, অথচ সেই অনুষ্ঠানের পোস্টার-ব্যানারে কোনও বঙ্গ বিজেপি নেতার ছবি নেই। বিষয়টি নজরে পড়তেই শুরু হয়েছে শোরগোল। অনুষ্ঠানে যদিও উপস্থিত রয়েছেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একমাত্র তাঁর নামই উল্লেখ করা হয়েছে অনুষ্ঠান কর্মসূচির ব্যানারে।
সম্পূর্ণ হিন্দী ভাষায় লেখা হয়েছে গরীব কল্যাণ সম্মেলনের এই অনুষ্ঠানের পোস্টারটি। উল্লেখ করা হয়েছে স্থান-কাল। মুখ্য অতিথি হিসেবে রয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রীর নাম। বাংলার অনুষ্ঠান অথচ এ রাজ্যের কোনও বড় বিজেপি নেতার নাম উল্লেখ না থাকায় ভ্রু কুঁচকাচ্ছেন কর্মী-সমর্থকরা। কটাক্ষ করতে ছাড়েনি শাসক শিবিরও। বিজেপি সরকারের অনুষ্ঠানে ব্রাত্য রইলেন বাংলার বিজেপি নেতারাই। সুকান্ত মজুমদার থেকে শুরু করে দিলীপ ঘোষ কিংবা এ রাজ্যের কোনও সাংসদেরও নাম উল্লেখ করা নেই। অনুষ্ঠানেও কেবলমাত্র বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী।
এমনকী, রাজ্য বিজেপির সোশ্যাল মিডিয়া সাইটগুলিতেও সরকারের অষ্টম বর্ষপূর্তির এই অনুষ্ঠানের কোনও লাইভ স্ট্রিমিং হচ্ছে না। কেবলমাত্র রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণর টুইটার অ্যাকাউন্ট থেকে লাইভ অনুষ্ঠানটি দেখা যাচ্ছে।