প্রথম ভারতীয় কোচ হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়লেন নেহরা। আশিস নেহরা। শান্ত স্নিগ্ধ স্বভাবের। সকলের প্রিয় পাত্র। ২০১১ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে এক গুরুত্বপূর্ণ অবদান ছিল বাঁ-হাতি পেসারের। আঙুলের চোটের জন্য ফাইনালে খেলতে পারেননি। প্রকৃত টিম মেম্বার নেহরা অবশ্য ফাইনালে দলের থেকে দূরে থাকেননি। টুয়েলভথ ম্যানের ভূমিকায় ফাইনালে দেখা গিয়েছিল তাঁকে। ক্রিকেটার হিসেবে ৬ বছর আগে আইপিএল জিতেছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সে বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন। গুজরাত টাইটান্সের কোচ হিসেবেও খেতাব জয়ের নজির গড়লেন নেহরা। অদ্ভূত ভাবে একটা মিল রয়েছে এই দুটো খেতাব জয়ের মধ্যে। ৬ বছর আগে ২৯ মে-ই কেরিয়ারের প্রথম আইপিএল জেতেন নেহরা। কোচ হিসেবেও ২৯ মে-ই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন। ভারতীয় মেন্টর হিসেবে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে।
২০১৩ আর ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর ছিলেন অনিল কুম্বলে। এর পর কিংস ইলেভেন পঞ্জাবের কোচ হন তিনি। তবে নেহরা-কার্স্টেন জুটি ফের সাফল্য এনে দিল। ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের কোচ ছিলেন গ্যারি কার্স্টেন। চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন আশিস নেহরা। তবে এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে এক সঙ্গে কাজ করেন কার্স্টেন-নেহরা জুটি। তখন বিরাটদের কোচ ছিলেন কার্স্টেন। বোলিং কোচ ছিলেন নেহরা। গুজরাত টাইটান্সে ফের জুটি বাঁধেন দু’জনে। কোচ হিসেবে অভিষেক হয় নেহরার। মেন্টরের ভূমিকায় কার্স্টেন। আর তাতেই সাফল্য এনে দিলেন কার্স্টেন-নেহরা জুটি। এবং প্রথম ভারতীয় কোচ হিসেবে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়লেন আশিস নেহরা। এর আগে কোনও ভারতীয় কোচের আইপিএল খেতাব জেতার নজির নেই। ১৫ বছরের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করলেন নেহরাই।