একুশের বিধানসভা নির্বাচনের পর কী ভেবেছিলেন তিনি, এবার সে কথাই ফাঁস করলেন প্রশান্ত কিশোর। সংবাদ মাধ্যমকে পিকে বলেন, ‘২০২১ সালে বিজেপির সঙ্গে শর্ত করেছিলাম। আমি বলেছিলাম বিজেপি হারবে না। কিন্তু, ১০০-র বেশি আসন পেতে দেব না ওদের। ৭৭-এ থামিয়ে দিয়েছিলাম ওদের। ভগবানের আশীর্বাদ আমার উপর আছে। আমার কথা সত্য প্রমানিত হয়েছে। তখন ভাবলাম এই পরিসরে অনেক হয়েছে। আর নয়। এবার নতুন কিছু করব।’
কেলমাত্র ভোটকুশলীর ভূমিকা ছেড়ে বেরিয়ে আসাই নয়, ফের একবার কংগ্রেসকে নিশানা করলেন প্রশান্ত কিশোর। কংগ্রেসের প্রস্তাব নাকচ করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কংগ্রেস আমার ট্র্যাক রেকর্ড খারাপ করেছে।’ তাঁর কথায়, ‘এখনও পর্যন্ত আমি একটিই মাত্র নির্বাচনে পরাজিত হয়ছি। আর সেটি হল উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। যেখানে কংগ্রেসের হয়ে ভোটকুশলী হিসেবে নিযুক্ত ছিলাম। কিন্তু, ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত যে ক’টি নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলাম, তার কোনওটিতেই হারিনি।’
এরপরই হাত শিবিরের দিকে তোপ দেগে পিকে বলেন, ‘এই রাজনৈতিক দল নিজেরা শুধরাতে চায় না। আর আমাকেও ডুবিয়ে দেবে।’ প্রশান্ত কিশোরের এই বক্তব্যতেই স্পষ্ট হয়ে যায়, তিনি ঠিক কী কারণে কংগ্রেসে যোগ দেননি। তাঁর এই মন্তব্য নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে দেশের রাজনীতিতে। অন্যদিকে, সোমবার পিকে পৌঁছেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা রঘুবংশ প্রসাদ সিংয়ের পৈতৃক ভিটেতে। সেখানে জন সূরয যাত্রায় অংশ নিয়েছিলেন তিনি।