জম্মু ও কাশ্মীরে শান্তি আসতে পারে না যতক্ষণ না আপনি মানুষের মন জয় করবেন। এবার ঠিক এই ভাষাতেই কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা।
রবিবার দিল্লীতে একটি অনুষ্ঠানে উপত্যকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে একহাত নিয়ে আবদুল্লা বলেন, ‘যতক্ষণ না আপনি জম্মু ও কাশ্মীরের মানুষের মন জয় করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে থাকব না। জম্মু ও কাশ্মীরে শান্তি আসতে পারে না যতক্ষণ না আপনি মানুষের মন জয় করবেন।’
এখানেই না থেমে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কাশ্মীরে প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে। এমন একটি দিনও নেই যখন কেন্দ্রশাসিত এই অঞ্চলে মৃত্যু হচ্ছে না। কেন্দ্রশাসিত অঞ্চলের একটি বড় অংশ সেনা কর্মীদের দ্বারা পূর্ণ। সেনাবাহিনী সবসময় মানুষের মন জয় করতে পারে না। পরিবর্তে, সেখানে ভালবাসার প্রয়োজন। তাদের (কেন্দ্রকে) এটি বুঝতে হবে।’