উত্তরবঙ্গেও গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ ক্রমশই বাড়ছে। বিশেষ করে জলপাইগুড়িতে যেন বিজেপির গৃহযুদ্ধ শুরু হয়েছে। শনিবারের পর রবিবারও জেলা সভাপতির অপসারণ চেয়ে সভা করল বিজেপি কর্মীদের একাংশ।
রবিবার বিকেলে ময়নাগুড়ি উত্তর মণ্ডলের চুড়াভাণ্ডার এলাকায় প্রকাশ্যে কয়েকশো বিজেপি কর্মী সভা করে জেলা সভাপতি বাপী মণ্ডলের অপসারন দাবি জানান। তাঁদের অভিযোগ যারা বিধানসভা নির্বাচনের সময় দলের অফিসে ভাঙচুর চালিয়েছিল তাদেরই মণ্ডল কমিটিতে রাখা হয়েছে।
ময়নাগুড়ির বিজেপি কর্মী জিতেন্দ্রনাথ বর্মন, মৃত্যুঞ্জয় রায়দের অভিযোগ, ‘কোনও মিটিং না করে ঠান্ডা ঘরে বসে মণ্ডল কমিটি তৈরী করেছেন জেলা সভাপতি বাপী গোস্বামী। যারা দলীয় অফিসে ভাঙচুর চালিয়েছিল তাদেরই মণ্ডল কমিটিতে রাখা হয়েছে। সেই সঙ্গে আমাদের কয়েকজনকে রেখেছে। যারা দলীয় অফিসে ভাঙচুর করে তাদের সঙ্গে আমরা কমিটিতে থাকব না। ওদের না সরালে আমরা সবাই দলীয় পদ থেকে পদত্যাগ করব’।
উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনের সময় ময়নাগুড়ির প্রার্থী পছন্দ না হওয়ায় একদল বিজেপি কর্মী দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। তাদেরকেই নতুন মণ্ডল কমিটিতে রেখেছেন জেলা বিজেপির সভাপতি বাপী গোস্বামী।
