অশনির প্রভাব কেটে গিয়েছে তবে প্রতিদিনই ঝোড়ো হাওয়ার সাথে ঝড় বৃষ্টি লেগেই রয়েছে। আবারও রাজ্যে দুর্যোগের সম্ভাবনা। ঘনিয়েছে কালো মেঘ। সময়ের আগেই হাজির বর্ষা। এ রাজ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে বৃষ্টিপাত। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। কলকাতায় আজ বিকেলের দিকে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে বলে জানা যাচ্ছে। আজ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গেও বর্জ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুধু বৃষ্টি নয় সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। বৃষ্টির সময় হাওয়ার গতিবেগ কিছুটা বেড়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিন। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। । মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। সোমবার সামান্য বৃষ্টি বাড়তে পারে। অর্থাৎ সপ্তাহের শুরুতেই ফের একবার উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের কালো মেঘ। অন্যদিকে, রবিবার ভারতের মূল ভূখণ্ড কেরালায় প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। জুন মাসের ২ বা ৩ তারিখের মধ্যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি অর্থাৎ অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরে প্রবেশ করতে পারে বর্ষা।
জানা যাচ্ছে, শহর কলকাতায় সোমবার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও বৃদ্ধি পাবে। আপেক্ষিক আর্দ্রতা ৯০- এর কোঠায়। আকাশ দিনভর আংশিক মেঘলা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ বিকেলের দিকে শহরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। আগামিকাল পর্যন্ত তিলোত্তমায় এই প্রবণতা রয়েছে।