বিজেপিরা সবকিছুতেই হেরে বসে আছে। উপরন্তু দলাদলির সীমা পরিসীমা নেই। তারপরেও গলা তুলে হুঁশিয়ারি দিচ্ছে খোলাখুলি। সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে গেরুয়া শিবির। তেমনটাই প্রমাণ হল আরও একবার। আরও একবার নিজের পায়ে কুড়ু্ল মেরে বিতর্কের মাথায় উঠে এল গেরুয়া শিবির। প্রকাশ্য মঞ্চ থেকেই তৃণমূল নেতাদের গণধোলাইয়ের হুঁশিয়ারি ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। রবিবার সন্ধেয় বাঁকুড়ার পুয়াবাগানে এক দলীয় সভায় বক্তৃতা দিচ্ছিলেন বিধায়ক। মঞ্চে সেই সময় উপস্থিত ছিলেন পদ্ম শিবিরের অন্যতম প্রধান মহিলা মুখ অগ্নিমিত্রা পলও। সেই সময়েই শাসক দলের নেতাদের উদ্দেশ্যে এ হেন মন্তব্য করেন তিনি। বিধায়কের এই হুঁশিয়ারি সামনে আসতেই পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল শিবিরও।
দলীয় কর্মী ও সমর্থকদের চাঙ্গা করতে বিধায়ক বলেন, “পশ্চিমবঙ্গে গণধোলাই শুরু হবে। আপনারা হিসাব রাখুন। যে ধাপ্পাবাজি চলেছে, তার টাকা আদায় শুরু হয়ে গিয়েছে।” ওন্দার বিধায়কের এই হুঁশিয়ারির পর পাল্টা আক্রমণের সুযোগ ছাড়েনি তৃণমূল শিবিরও। বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, “যাঁরা বলছেন, তাঁরা নিজেরাই এক একজন বড় ডাকাত। গণধোলাই দিতে হলে আগে ওই বিধায়ক নিজের লোকেদের গণধোলাই দিন। এইরকম কথা বলে ওই বিধায়ক উস্কানি দিয়ে অশান্তি তৈরির চেষ্টা করছেন। এটা ঠিক হচ্ছে না। আর উনি গণধোলাই দেওয়ার কে? আইন আছে, প্রশাসন আছে, আদালত আছে। তারা বুঝবে।’