প্রথম বার খেলেই বাজিমাত করে দিয়েছে গুজরাত টাইটান্স। হয়েছে আইপিএল চ্যাম্পিয়ন। বইছে শুভেচ্ছার বন্যা। রবিবার ফাইনালে রাজস্থান রয়্যালসকে হারানোর পর থেকেই অভিনন্দনের ফোয়ারা ছুটছে গুজরাতে। হার্দিক পাণ্ড্যদের অভিনন্দন জানিয়ে টুইট করেছে দু’বারে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তার জবাবেই মিষ্টি চাইল গুজরাত। অভিনন্দন জানিয়ে কলকাতার তরফে গুজরাতিতে লেখা হয়েছে, ‘কেম জলসা’। গুজরাতি ভাষায় জলসা শব্দ ব্যবহার করা হয় খুব খুশির মুহূর্ত, বিরাট আনন্দ বা সন্তুষ্টি বোঝাতে। কলকাতাও গুজরাতের কাছে জানতে চেয়েছে, কেমন আনন্দ করছ। উত্তরে মজা করে টুইট করেছে গুজরাতও।
তারা লিখেছে, ‘‘শুধু টুইট করলে চলবে না। মিষ্টি চাই!’’ সঙ্গে রয়েছে হাসির ইমোজিও। ইংরাজি হরফে এমন শুদ্ধ বাংলায় কে লিখলেন? অনুমান করা হচ্ছে ঋদ্ধিমান সাহা সাহায্য করেছেন গুজরাত ফ্র্যাঞ্চাইজির সংশ্লিষ্ট কর্মীদের। কারণ, বাঙালি রীতি অনুযায়ী কাউকে অভিনন্দন বা সংবর্ধনা জানানো হলে নানা উপহারের সঙ্গে মিষ্টি থাকবেই থাকবে। বাংলার মিষ্টির কদরও দেশ জুড়ে। বিশেষ করে রসগোল্লা, সন্দেশ বা মিষ্টি দই পছন্দ করেন ভিনরাজ্যের মানুষরাও। নাইটদের সংসারে বাংলার কোনও ক্রিকেটার না থাকলেও গুজরাতের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে দুই বঙ্গ ক্রিকেটার ঋদ্ধিমান এবং মহম্মদ শামির। তাই, গুজরাতের আবদারে কলকাতা মিষ্টি পাঠানোর কথা কিন্তু ভাবতেই পারে।