১০০ দিনের কাজের জন্য টাকা দিচ্ছে না কেন্দ্র। অনেক দিন ধরেই এমন অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে চিঠিও দিয়েছিলেন তিনি। কিন্তু কেন্দ্রের তরফ থেকে কোনও জবাব না আসায়, ১০০ দিনের কাজের ওই সব কর্মীদের রাজ্যের বিভিন্ন প্রকল্পে যুক্ত করার উদ্যোগ নিয়েছে নবান্ন। সেই কাজ যাতে দ্রুত সম্পন্ন হয়, সোমবার তেমনই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। পাঁচ মাস ধরে কেন্দ্র টাকা দেয়নি বলে অভিযোগ মুখ্য়মন্ত্রীর।
রবিবারও দুর্গাপুর সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০০ দিনের কাজের টাকা নিয়ে অভিযোগে সরব হন। তিনি দাবি করেন, কেন্দ্র টাকা দিচ্ছে না রাজ্যকে। এরপরই সোমবার কর্মীদের রাজ্যের কাজে যুক্ত করার ক্ষেত্রে তৎপর হলেন মুখ্যসচিব। রবিবারই মমতা জানিয়েছিলেন, ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত থাকা কর্মীরা অন্যান্য প্রকল্পের কাজ করবেন। নবান্ন সূত্রে খবর এবার মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন, জেলাগুলিকে এই কাজে দ্রুত গতি আনতে হবে।
১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের দ্রুত বিভিন্ন বিভাগের অধীনস্থ প্রকল্পের কাজগুলি দেওয়ার জন্য আগেই নির্দেশিকা জারি করেছে পঞ্চায়েত দফতর। ২১ মে এই নির্দেশিকা দেওয়া হয়েছিল। বলা হয়েছে, যাঁদের ১০০ দিনের কাজের জব কার্ড আছে, তাঁদেরই বিভিন্ন দফতরের কাজ দেওয়া হবে। নতুন করে জব কার্ড করার কোনও প্রয়োজন নেই।
প্রতিটি জেলায় জব কার্ড হোল্ডাররা কতদিন ধরে কাজ করছেন, কী প্রকল্পের কাজ করছেন, তা অন্তর্ভুক্তির জন্য রাজ্য সরকার তৈরি করেছে একটি পোর্টাল। সেই পোর্টালের মাধ্যমে জেলাগুলিকে নাম নথিভুক্ত করতে হবে। দ্রুত সেই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে।