মোদী জমানায় এবার আরও এক ‘আচ্ছে দিন’-এর সাক্ষী থাকছে দেশ। ভারতে এই মুহূর্তে ব্যাপক কয়লা সংকট চলছে। শুধু তাই নয়। কয়লার ঘাটতির কারণে গোটা দেশে বিদ্যুৎ ঘাটতি দেখা দিচ্ছে৷ অবস্থা এতটাই খারাপ যে, ভারতীয় রেল একাধিক ট্রেন বাতিল করেছে। বিশ্বের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়ার পরিস্থিতিও বেশ কঠিন। এই সংস্থা ২০১৫ সালের পর প্রথমবার কয়লা আমদানি করবে। কোল ইন্ডিয়ায়ও বর্তমানে কয়লার বেশ সংকট দেখা গিয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালে কোল ইন্ডিয়া প্রথম বারের জন্য কয়লা আমদানি করে৷ আগামা শঙ্কার ভয় পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কোল ইন্ডিয়া। এপ্রিল মাসে গোটা দেশ যে বিপুল কয়লার সংকট দেখেছে সেই সংকটের পরিস্থিতি যাতে গোটা দেশে আর না তৈরি হয়। তাই এই সিদ্ধান্ত নিয়েছে কোল ইন্ডিয়া।
জানা গিয়েছে, কোল ইন্ডিয়া কয়লা আমদানি করবে এবং তা ব্লেন্ড করে বিভিন্ন থার্মাল প্ল্যান্টে সাপ্লাই করবে। এই থার্মাল প্ল্যান্টগুলো বিভিন্ন রাজ্যগুলোর অধীনস্থ অথবা বিভিন্ন স্বাধীন পাওয়ার প্রোডিউসার। কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কোল ইন্ডিয়ার তরফ থেকে সমস্ত প্রতিষ্ঠান বিভিন্ন ফেডেরাল এবং তাপবিদ্যুৎ উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিটি অফিসিয়ালকে এই নোটিস দিয়েছে কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়ার সেক্রেটারি এবং চেয়ারম্যানের তরফ থেকে এই চিঠি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দেশে শেষ কয়েকমাসে বিপুল চাপ তৈরি হয়েছে কয়লা সংক্রান্ত ক্ষেত্রে। দেশে কয়লার সংকটের জন্য ক্রমশ লোডশেডিংয়ের পরিমাণ বাড়ছে। তাই কোল ইন্ডিয়ার তরফ থেকে তাই কয়লা আমদানি করার কথা বলা হচ্ছে।
