১৭ সেকেন্ডের অডিও ক্লিপ নিয়ে তোলপাড় রাজ্য রাজ্যনীতি। প্রশ্নের মুখে ঘাস-ফুল ছেড়ে পদ্ম শিবিরে যাওয়া জিতেন্দ্র তিওয়ারির স্বচ্ছতা ও রাজনৈতিক অবস্থান। জিতেন্দ্র তিওয়ারি নাকি বিরোধীদের হয়ে কাজ করেছেন? এমনই সন্দেহ প্রকাশ করছেন খোদ আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তথা গত লোকসভা উপ-নির্বাচনে আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
শনিবার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। যেখানে লোকসভা উপনির্বাচনে হার নিয়ে প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা। অডিও ক্লিপে বলতে শোনা যাচ্ছে, ‘জিতেন্দ্র তিওয়ারি’দা ভোটের সময় কী রোল প্লে করেছেন? উনি কি আদৌ দলের হয়ে কাজ করেছেন ভোটের সময়, নাকি বিরোধিতা করেছেন সেটা জানতে চাইছি’। এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি ‘এখন খবর’।
সেই অডিও ক্লিপ ঘিরেই তোলপাড় শুরু হয় আসানসোলের রাজনীতিতে। যদিও অগ্নিমিত্রা বা বিজেপি-র তরফে কেউ সেই অডিও ক্লিপের সত্যতা স্বীকার করেননি। তবে অডিও ক্লিপে যে কথা শোনা যাচ্ছে, সেটা স্বীকার করে নিয়েছেন বিজেপি নেত্রী। ফলে জিতেন্দ্র তিওয়ারির ভূমিকা এবং বিজেপি দলে ও রাজনীতিতে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে।
বাঁকুড়ায় সাংবাদিকরা অগ্নিমিত্রা পালকে এই অডিও ক্লিপটির বিষয়ে জানতে চান। যদিও জবাবে তিনি সরাসরি অডিও ক্লিপটির সত্যতা স্বীকার করেননি। তবে জিতেন্দ্র তিওয়ারির ভূমিকা নিয়ে যে সন্দেহ প্রকাশ করেছেন তা স্বীকার করে নিয়েছেন বিজেপি নেত্রী। তাঁর কথায়, হ্যাঁ বিষয়টি নিয়ে তদন্ত করছি। দলের অন্যান্য নেতারাও ভোটে কী কাজ করছেন, সেই খোঁজ-খবরও নেওয়া হচ্ছে। অর্থাৎ জিতেন্দ্র তিওয়ারি সহ দলের অনেকের প্রতিই যে সন্দেহ প্রকাশ করছেন বিজেপি নেত্রী তা তাঁর এই মন্তব্যেই স্পষ্ট।