হলদিয়ার শ্রমিক সম্মেলনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন, তৃণমূল কংগ্রেস করলে ঠিকাদারি করা যাবে না। অভিষেকের বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূল কংগ্রেসের দলীয় পদ ছেড়ে দিলেন এক ঠিকাদার। সুতরাং একশো দিনের যে লক্ষ্যমাত্রা তিনি নিয়েছেন তাতে কাজ হবে বলে মনে করছেন শ্রমিকরা।
কে শুনলেন অভিষেকের কথা? তৃণমূল কংগ্রেসের বেলপাহাড়ি ব্লকের সিমলার বুথ সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন ঠিকাদার অভিজিৎ দত্ত। তিনি ঠিকাদারি করবেন, কিন্তু দল করবেন না। সমর্থক হয়ে থাকবেন। কিন্তু দলীয় পদে থাকবেন না। রবিবার তিনি পদত্যাগপত্র লিখে দলের ব্লক সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর।
হলদিয়ার শ্রমিক সম্মেলন থেকে তিনি বলেন, ‘১১ বছর অপেক্ষা করেছেন। আমি তিন মাস সময় চাইছি। একটা ঠিকাদার থাকবে না। হয় ঠিকাদারি করুন নয় তৃণমূল, দুটো একসঙ্গে করতে হবে না। শ্রমিক সংগঠন করলে খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হতে হবে। আমাকে তিন মাস, খুব বেশি হলে একশো দিন সময় দিতে হবে। এই সমস্যা মিটিয়ে দেব। এবার থেকে চার্টার্ড অফ ডিমান্ডের ক্ষেত্রে কোনও ঠিকাদার প্রতিনিধি থাকবে না। শ্রমিকদের প্রতিনিধি থাকবে।’
ঠিক কী ঘটেছে বিষয়টি? দলীয় সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে বেলপাহাড়ি ব্লকের সিমলা বুথের সভাপতি ছিলেন অভিজিৎ দত্ত। কিন্তু ১৫ বছর ধরে ঠিকাদারি পেশার সঙ্গেও যুক্ত। এবার ব্লক সভাপতি বুবাই মাহাতোকে পাঠানো পদত্যাগপত্রে অভিজিৎ লিখেছেন, ‘পেটের তাগিদে পেশা পরিবর্তন করতে না পারায় ভেদাকুই সংসদের সিমলা বুথ সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। পদে না থাকলেও দলের কর্মী হিসেবে থাকব। ব্লক সভাপতিকে মোবাইলে পাঠিয়েছি সেই পদত্যাগপত্র।’