হাতে আর বেশিদিন নেই। আগামী মাসের ১০ তারিখে হতে চলেছে রাজ্যসভার নির্বাচন। এবার সেই নির্বাচনের জন্য ১০ জনের প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম, জয়রাম রমেশ, অজয় মাকেন-সহ দলের প্রধান মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালার মতো হেভিওয়েট নেতাদের নাম রয়েছে এই তালিকায়।
জানা গিয়েছে, তামিলনাড়ু থেকে নাম দেওয়া হয়েছে চিদাম্বরমের, কর্ণাটক থেকে রয়েছে রমেশের নাম। অন্যদিকে হরিয়ানা থেকে দেওয়া হয়েছে মাকেনে নাম এবং রাজস্থান থেকে রয়েছে সুরজেওয়ালার নাম। এছাড়াও কংগ্রেসের তরফে রাজস্থান থেকে মুকুল ওয়াসনিক এবং প্রমোদ তিওয়ারির নাম রয়েছে। মধ্যপ্রদেশ থেকে রয়েছে বিবেক তানখার নাম। রাজিব শুক্লা এবং রঞ্জিত রঞ্জনের নাম রয়েছে ছত্তিসগড় থেকে এবং মহারাষ্ট্র থেকে টিকিট পেয়েছেন ইমরান প্রতাপগড়ি।
