বিগত ক-বছরে বাংলায় রাজ্য-রাজনীতি বেশ বিচিত্র। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজনৈতিক মহলকে অবাক করে বাংলা থেকে ১৮টা আসনে জয় লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি। তবে ২০২১-এর বিধানসভা নির্বাচনে ফের মুখ থুবড়ে পড়ে বিজেপি। রীতিমতো ভরাডুবি হয় তাদের। তৃতীয়বারের জন্য সরকার গড়ে তৃণমূল কংগ্রেস। ২০২৪-এ আগামী লোকসভা নির্বাচনে। তার আগে চিন্তায় বঙ্গবিজেপি। কারণ, ২০২১-এর বিবিধানসভা নির্বাচনে শোচনীয় ফলের পর পদ্মশিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন অনেকেই। সংগঠনের তথৈবচ দশা। সাংসদের সংখ্যা ১৮ থেকে কমে ১৬। তৃণমূলে চলে গেছেন বাবুল সুপ্রিয় এবং অর্জুন সিংহ। এই অবস্থায় হাল ফেরাতে বঙ্গ বিজেপির নেতারা আবার শরণাপন্ন হলেন অমিত শাহের।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, শাহকে সামনে রেখেই বাংলায় বিজেপিকে জেতাতে নামবেন কেন্দ্রীয় মন্ত্রিসভার ছয়জন গুরুত্বপূর্ণ মন্ত্রী। বাংলাকে পাঁচ ভাগে ভাগ করে এই ৬ কেন্দ্রীয় মন্ত্রী-নেতা প্রচার চালাবেন বলে জানা গেছে। কিছুদিন পরেই বাংলায় আসছেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। মোটামুটি, নাড্ডার সফরের পর থেকেই নাকি কাজ শুরু করে দেবে কেন্দ্রীয় মন্ত্রী সমৃদ্ধ এই টিম বেঙ্গল। সূত্রের খবর, অমিত শাহের নেতৃত্বাধীন এই ৬ মন্ত্রীর দলে থাকতে পারেন স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান, এস পি সিং বাঘেলের মোট নেতারা। উল্লেখ্য, ২০২১-এ বিধানসভা নির্বাচনেও কেন্দ্রীয় নেতৃত্বের ওপর ভার দেওয়া হয়েছিল। তবে সেবার তা ডাহা ফেল করে। এবার আবার সেই একই খেলা খেলতে চলেছেন মোদী-শাহরা। তবে তা কতটা কার্যকরী হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
