গেরুয়া শিবিরের তরফে বারবারই রাজ্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ টাকা খরচ, তালিকা মেনে ঘর বিতরণ সহ একাধিক বিষয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। তবে এবার খোদ কেন্দ্রের রিপোর্টই নাকচ করে দিল সেই অভিযোগ। যার ফলে মুখ পুড়ল বিজেপির রাজ্য নেতাদের। মোদী সরকারের রিপোর্টে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করা হয়েছে। এতেই মিথ্যা বলে প্রমাণিত হয়েছে সুকান্ত-শুভেন্দুদের অভিযোগ।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্র সরকারের বরাদ্দ করা টাকা ঠিকমতো খরচ হচ্ছে কি না, যারা ঘর পাচ্ছেন তাদের নামের তালিকা নিয়ম মেনে তৈরি হচ্ছে কি না, তা জানতে বাংলায় প্রতিনিধি দল পাঠিয়েছিল কেন্দ্রের মোদি সরকার। সেই প্রতিনিধি দল বাংলায় এসে রিপোর্ট তৈরী করে জমা দিয়েছে। ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের ন্যাশানাল লেভেল মনিটরিং টিমের ওই রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত অভিযোগ উঠেছে, তার বেশিরভাগই মিথ্যে। দু-একটি জেলার কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেলেও অধিকাংশই মিথ্যা বলে জানানো হয়েছে ওই রিপোর্টে।
রাজ্যের বেশ কয়েকটি জেলার মানুষের সঙ্গে কথা বলে কেন্দ্রের ওই প্রতিনিধি দল। দুটি ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েত এলাকার আবাস যোজনার উপভোক্তাদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। উপভোক্তাদের সঙ্গে কথা বলার পর পর্যালোচনা রিপোর্ট তৈরি করা হয়। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, উত্তর দিনাজপুর জেলায় আবাস যোজনা নিয়ে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছিল। সেগুলির মধ্যে বেশিরভাগ অভিযোগই মিথ্যা। জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, বাঁকুড়া, আলিপুরদুয়ার, মালদহ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা জেলার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির সত্যতা খুঁজে পায়নি কেন্দ্রীয় দল।