ফের জঙ্গলমহল সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহেই ঝাড়গ্রামে প্রশাসনিক ও কর্মীসভা করেছেন মমতা। এই সপ্তাহেই আবার জঙ্গলমহল সফরে যাচ্ছেন তিনি। প্রশাসনিক সভা ও দলীয় কর্মীসভা, দুই-ই করবেন মমতা। প্রশাসনিক বৈঠক থেকে সাধারণ মানুষের জন্য উন্নয়নের দিশা দেবেন তিনি। পাশাপাশি দলীয় বৈঠকের মাধ্যমে বুথস্তরের কর্মীদের কাছে পৌঁছে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো।
প্রসঙ্গত, ঝাড়গ্রামের সভা থেকে আগামী পঞ্চায়েত ভোটের ঘন্টা বাজিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া-বাঁকুড়ায় তিনি কী বার্তা দেন, সেটাই জানতে মুখিয়ে জনতা। গত বিধানসভা ভোটে পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় আশানুরূপ ফল হয়নি তৃণমূলের। বিধানসভা নির্বাচনে বাঁকুড়ায় মোট ১২টির মধ্যে মাত্র চারটি আসনে জিতেছিল তৃণমূল আর পুরুলিয়ায় ন’টির মধ্যে তিনটি। তাই হারানো জমি পুনরুদ্ধার করতে মরিয়া ঘাসফুল শিবির। জঙ্গলমহলে জলের সমস্যার সমাধানের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে এই দুই জেলার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে পরিস্রুত পানীয় জল। পুরুলিয়াতে একটি বৃহৎ জল প্রকল্পর কাজ শুরু হয়েছে। একইসঙ্গে পুরুলিয়ার জঙ্গলসুন্দরী শিল্পতালুকেও প্রস্তাবিত ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ। অর্থাৎ, উন্নয়নকেই পাখির চোখ করেই আগামী বছর পঞ্চায়েত নির্বাচনে বাজিমাত করতে চাইছে তৃণমূল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।