এবার বিজেপি নেতৃত্বের ব্যর্থতার কথা কার্যত স্বীকার করে নিলেন দিলীপ ঘোষ। স্পষ্ট ভাষায় জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প তৈরি করতে ব্যর্থ হয়েছে বিজেপি। আর এই কারণেই ২০২১-এর বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে। এমনটাই মনে করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকারে এই কথা বলেন দিলীপ। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পিছনে বড় কারণ হিসেবে এই তত্ত্বই বলছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। দিলীপের কথায়, “রাজ্যে আমাদের ব্যর্থতা যে আমরা মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প দিতে পারিনি। যেটা অন্য রাজ্যে পেরেছি। এখানে অক্ষমতা রয়েছে।”
উল্লেখ্য, বরাবরই স্পষ্টবক্তা হিসেবে পরিচিত দিলীপ ঘোষ। বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে থাকেন তিনি। তাঁর রোষানলে পড়তে হয়েছে দলের বর্তমান রাজ্য নেতৃত্বকেও। খড়গপুরের সাংসদ এও বলেছেন, সুকান্ত মজুমদারের কোনও অভিজ্ঞতা নেই। দিলীপ বলেন, বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির খামতি ছিল। “আমি নাম ধরে ধরে কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছি কাদের জন্য ভরাডুবি হয়েছে। কী কী কারণে আমাদের ভুল হয়েছে সেটাও জানিয়েছি। অন্য রাজ্যে যা করেছে, সেটা বাংলাতে কাজে আসেনি,” জানান দিলীপ। স্বভাবতই তাঁর নতুন মন্তব্য আরো অস্বস্তি বাড়িয়েছে পদ্ম-নেতৃত্বের।