নারী নির্যাতন থেকে শুরু করে খুন, ধর্ষণ— যোগী আদিত্যনাথের আমলে বারবারই সামনে এসেছে উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা বেহাল দশার কথা। যোগী রাজ্যে মহিলা ও শিশুদের ওপর সংঘটিত অপরাধের অন্ত নেই। এ নিয়ে বারবার বিরোধীদের চরম আক্রমণের মুখে পড়তে হয়েছে যোগী সরকারকে। সেই আক্রমণ থেকে বাঁচতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘যুক্তিহীন’ ভাবে এবার বাংলার নিন্দা করলেন।
শুক্রবার বিধানসভায় বাজেট পেশের পর যোগী এ রাজ্যের বিজেপির তোলা অভিযোগের উল্লেখ করে বলেন, ‘বাংলায় ভোট পরবর্তী সময়ে ১২ হাজার হিংসার ঘটনা ঘটেছে। ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৪২টি কেন্দ্র থেকে এইসব অভিযোগগুলি উঠে এসেছে। বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে।’ এমনকী, সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের জন্য উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে আশার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিতেও ছাড়েননি যোগী।
এর পালটা দিয়ে যোগীর তীব্র নিন্দা করেছে তৃণমূল। বাংলার শাসক দলের পক্ষ থেকে বলা হয়, যোগী বরাবর বাংলা সম্পর্কে অসত্য বলে থাকেন। তিনি যে সব তথ্য দিয়েছেন তার কোনও ভিত্তি নেই। উত্তরপ্রদেশে একের পর এক খুন ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। সেসব আড়াল করতেই বাংলা সম্পর্কে নিন্দা করেছেন তিনি। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কথায়, ‘বাংলার উন্নয়নের কাছে দশ গোল খেয়ে মিথ্যাচার করছে বিজেপি। প্রয়াগরাজে কতজনকে পুড়িয়ে মারা হল। পরিবার ধর্ষণের অভিযোগ তুলল। বাংলার চিন্তা না করে আগে সেই দিকগুলো দেখুক ওরা।’