সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্যের পদ থেকে রাজ্যপালকে সরানোর জন্য আগেই উদ্যোগী হয়েছে রাজ্য। ইতিমধ্যেই এই সিদ্ধান্তে সিলমোহরও দিয়ে দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তাই শীঘ্রই জগদীপ ধনকরকে সরিয়ে তাঁর জায়গায় আচার্যপদে মুখ্যমন্ত্রীকে বসাতে আনা হচ্ছে বিল। এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ভিজিটর’ পদ থেকেও সরানো হতে পারে রাজ্যপালকে। ওই জায়গা নিতে পারেন রাজ্যের শিক্ষামন্ত্রী। নবান্ন সূত্রে এমন সম্ভাবনার কথাই উঠে আসছে। জানা গিয়েছে, ইতিমধ্যে এ নিয়ে এক প্রস্ত আলোচনাও হয়ে গিয়েছে মন্ত্রিসভায়। সূত্রের খবর, তার পরেই বিষয়টিতে সবুজ সঙ্কেত দিয়েছে নবান্ন।
প্রসঙ্গত, বাংলার রাজ্যপাল হয়ে আসার পর থেকেই একের পর এক ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে সঙ্ঘাতে জড়িয়েছেন ধনকর। সেখান থেকে বাদ যায়নি শিক্ষার বিষয়ও। রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য ও রাজ্যপালের সঙ্ঘাত দেখা গিয়েছে। বিভিন্ন সময়ে দেখা গিয়েছে, সরকারের প্রস্তাব করা উপাচার্যের নাম বাতিল করতে গিয়েছেন রাজ্যপাল। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর জানানো হয় যে সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে ওই পদে বসানো হবে। এ জন্য বিধানসভায় সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হবে।