শুভেন্দু অধিকারীর খাসতালুকে দাগ কাটার পাশাপাশি শিল্পশহরে শ্রমিক সংগঠনকে একত্রিত করতে আজ হলদিয়ায় পা রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার হলদিয়ার রানিচকে সংহতি ময়দানে শ্রমিক সমাবেশ থেকে বিজেপিকে একহাত নেওয়ার পাশাপাশি সিবিআই-ইডির প্রসঙ্গে তুলে কেন্দ্রের মোদী সরকারকেও তুলোধনা করেছেন ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ। তিনি বলেন, ‘আমার পিছনে ইডি সিবিআই আমার পিছনে লাগিয়েছ। আমার মাথা হেঁট করে দিয়েছ। আর তোমার মাথাও আমি দু’বার হেঁট করে দিয়েছি। বিজেপির দু’জনকে তৃণমূলে যোগদান করিয়েছি। এখন দরজা খুললে পুরো দলটাই উঠে যাবে।’ পাশাপাশি বিজেপি থেকে আসা দলবদলুদের উদ্দেশে দলের দু’নম্বর বলেন, ‘অন্য দল থেকে যাঁরা এসেছেন তাঁরা আর এই দলে ছড়ি ঘোরাতে পারবেন না। চাটার্ড অফ ডিমান্ডে থাকবেন।’
প্রসঙ্গত, একুশের নির্বাচনের আগে রাজ্যে বদলে গিয়েছিল রাজ্য রাজনীতির ছবিটা। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন একাধিক নেতা। কিন্তু, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর আবারও ছবিটা বদলাতে শুরু করে। বিপুল সংখ্যক ভোট পেয়ে তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতেই ফের বিজেপির মায়া ত্যাগ করে তৃণমূলে ফেরেন অনেকেই। সম্প্রতি ঘাসফুলে ফিরেছেন বারাকপুরের সাংসদ অর্জুন সিংও। সেই সব দলবদলুদের উদ্দেশে শ্রমিক সভা থেকে অভিষেক বলেন, ‘অনুগামী সেজে কারা আমাদের দলের বারোটা বাজাচ্ছে সেটা জানি। সভায় আসার সময়ও ৪-৫ জনকে চিহ্নিত করেছি। আমার কাছে সব খবর থাকে। আর অন্য দল থেকে যাঁরা এসেছেন তাঁরা আর এই দলে ছড়ি ঘোরাতে পারবেন না। চাটার্ড অফ ডিমান্ডে থাকবেন।’ এর পাশাপাশি ১০০ দিনের মধ্যেই তিনি সব কিছু বদলে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক। জানিয়েছেন, ‘একটাও ঠিকাদার থাকবে না। সব ঠিক করে দেব।’