শুভেন্দু অধিকারীর খাসতালুকে দাগ কাটার পাশাপাশি শিল্পশহরে শ্রমিক সংগঠনকে একত্রিত করতে আজ হলদিয়ায় পা রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার হলদিয়ার রানিচকে সংহতি ময়দানে শ্রমিক সমাবেশ থেকে ঝড় তুলেছেন তিনি। এদিন হলদিয়ার সভা থেকে বিজেপিকে একহাত নেওয়ার পাশাপাশি সিবিআই-ইডির প্রসঙ্গে তুলে কেন্দ্রের মোদী সরকারকেও তুলোধনা করেছেন ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ। তিনি বলেন, ‘আমার পিছনে ইডি সিবিআই আমার পিছনে লাগিয়েছ। আমার মাথা হেঁট করে দিয়েছ। আর তোমার মাথাও আমি দু’বার হেঁট করে দিয়েছি। বিজেপির দু’জনকে তৃণমূলে যোগদান করিয়েছি। এখন দরজা খুললে পুরো দলটাই উঠে যাবে।’