আমি বরং চুপই থাকি, কী বলো লকেট! এবার হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে খোঁচা দিয়ে এমনই মন্তব্য করলেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। তাঁর দলবদল প্রসঙ্গে করা মন্তব্যের প্রেক্ষিতেই লকেটকে এ হেন খোঁচা দিয়েছেন একদা দলীয় সতীর্থ বাবুল।
শুক্রবার এক বেসরকারি সংবাদ মাধ্যমের কাছে তৃণমূলে যাওয়ার জল্পনা উড়িয়ে লকেট দাবি করেছিলেন, ‘তৃণমূল আমাদের দুর্বল করতেই এ সব রটাচ্ছে। বিজেপি আমায় যে সম্মান দিয়েছে, তার পরে দলবদল করার কোনও প্রশ্নই ওঠে না।’ যাঁরা ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন তাঁরা অসম্মানের সঙ্গেই রয়েছেন বলেও দাবি লকেটের। তাঁর কথায়, ‘বাবুল সুপ্রিয় তৃণমূলে গিয়ে কী পেয়েছেন? এখনও দ্বিতীয় একাদশেই রয়ে গিয়েছেন। আর আমি যাবই বা কেন?’
এবার তারই পাল্টা দিয়েছেন বালিগঞ্জের তৃণমূল বিধায়কের কাছ থেকে। গতকাল রাতে টুইটে লকেটের উদ্ধৃতি তুলে ধরে বাবুলের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘আমি বরং চুপই থাকি, কী বলো লকেট!’ উল্লেখ্য, লকেটকে গেরুয়া শিবিরের অভ্যন্তরীণ সমীকরণে বাবুল-ঘনিষ্ঠ হিসেবেই দেখা হত। সেই বাবুল বিজেপি ঘুরে এখন তৃণমূল শিবিরে। বাবুলের তৃণমূলে যোগ দেওয়ার সময় থেকেই জল্পনা চলছিল, এ বার কি লকেটের পালা? বস্তুত, বিজেপি ঘরোয়া দ্বন্দ্বের সময় বিক্ষুব্ধ অংশের পাশে দাঁড়িয়ে লকেটও একাধিক বার সেই জল্পনায় ইন্ধনও জুগিয়েছেন বলে মনে করেন অনেকে।