‘শীঘ্রই জাতীয় স্তরে বড় পরিবর্তন হতে চলেছে’। বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার সঙ্গে দেখা করার পরে এমনই মন্তব্য করলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন হায়দরাবাদে গিয়েছেন। তাঁর সঙ্গে দেখা না করে এদিনই বেঙ্গালুরুতে গিয়েছেন কেসিআর। সেখানে জাতীয় রাজনীতি নিয়ে তিনি দেবগৌড়া ও তাঁর ছেলে এইচ ডি কুমারস্বামীর সঙ্গে আলোচনা করেন। এদিকে হায়দরাবাদে বিজেপির এক সভায় কেসিআরের কড়া সমালোচনা করেন মোদী।
প্রধানমন্ত্রীর সমালোচনার জবাবে কেসিআর বলেন, ‘ভাষণবাজি অনেক হয়েছে। কিন্তু দেশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। অর্থনীতির ঘুরে দাঁড়ানোর লক্ষণ নেই। কৃষক, দলিত ও আদিবাসীরা অসন্তুষ্ট হচ্ছেন’। পরে তিনি বলেন, ‘আমি দেবগৌড়া ও কুমারস্বামীর সঙ্গে দেখা করেছিলাম। সবকিছু নিয়েই আলোচনা হয়েছে। জাতীয় স্তরে পরিবর্তন হবেই। কেউ তা ঠেকাতে পারবে না। ভারতে পরিবর্তন আসবে। দেশ বদলাবেই। দেশ যাতে বদলায়, সেজন্য আমাদের সবরকম চেষ্টা করতে হবে’।
কেসিআর সাংবাদিকদের বলেন, দু’-তিন মাসের মধ্যে আপনারা ‘বড় খবর’ পাবেন। এসম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি।