একসময় কংগ্রেসের রোডওয়েজ ইউনিয়নের নেতা ছিলেন রাজেন্দ্র বহুগুণা। উত্তরাখণ্ডে এন ডি তেওয়ারি সরকারের আমলে তিনি ছিলেন প্রতিমন্ত্রী। তিনি নিজের বাড়ির ট্যাঙ্কে উঠে পুলিশের সামনে আত্মহত্যা করেন। বুকে গুলি করে। অভিযোগ উঠেছিল, তিনি নিজের নাতনিকেই যৌন হেনস্থা করেছিলেন। কয়েকদিন আগে বহুগুণার পুত্রবধূ তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন। বুধবার ৫৯ বছর বয়সী বহুগুণা পুলিশকে ফোন করে বলেন, তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন। পুলিশ আসার পরেই তিনি আত্মহত্যা করবেন। পুলিশ দ্রুত হালদোয়ানিতে বহুগুণার বাড়িতে পৌঁছে যায়।
পুলিশকর্মীরা দেখেন, প্রাক্তন মন্ত্রী আত্মহত্যা করার জন্য জলের ট্যাঙ্কের ওপরে উঠেছেন। ট্যাঙ্কের নীচে তাঁর প্রতিবেশীরা জড়ো হয়েছেন। পুলিশের উচ্চপদস্থ অফিসার পঙ্কজ ভাট সংবাদ মাধ্যমকে বলেন, পুত্রবধূ অভিযোগ করার পরে বহুগুণা অত্যন্ত লজ্জিত হয়েছিলেন। তাই তিনি জলের ট্যাঙ্কের ওপর থেকে বলছিলেন, নিজেকে গুলি করবেন। আর বেঁচে থাকার অধিকার নেই তার। পুলিশ মাইকে তাঁকে নেমে আসতে বলে। বহুগুণা বার বার বলতে থাকেন, এমন কান্ডে লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। একসময় সকলের ধারণা হয়, তিনি ট্যাঙ্ক থেকে নেমে আসবেন। এমন সময় আচমকাই নিজের বুকে গুলি করেন বহুগুণা।