শিক্ষার গেরুয়াকরণের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ কর্নাটকে। বিজেপিশাসিত রাজ্যটিতে যে ভাবে পাঠ্যক্রমে বিখ্যাত লেখকদের প্রবন্ধ বাদ দিয়ে আরএসএস ঘনিষ্ঠদের লেখা অন্তর্ভুক্ত করা হচ্ছে, তার প্রতিবাদে দুই বিখ্যাত কন্নড় লেখক তাঁদের লেখা প্রত্যাহারের দাবি জানালেন।
সম্প্রতি দশম শ্রেণির পাঠ্যসূচিতে কেরালার নারায়ণ গুরু এবং তামিলনাড়ুর পেরিয়ারের মতো লেখকদের প্রবন্ধ বাদ দিয়ে আরএসএসের নেতা কেশব বলিরাম হেগওয়াড়ের লেখা যুক্ত করেছে কর্নাটক প্রশাসন। তা করা হয়েছে সঙ্ঘ ঘনিষ্ঠ রোহিত চক্রতীর্থের নেতৃত্বাধীন কমিটির সুপারিশে। শিক্ষার এই গেরুয়াকরণে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদের রাস্তা বেছে নিয়েছেন লেখক দেবানুর মহাদেব এবং জি রামকৃষ্ণ।
দলিত লেখক মহাদেবের কথায়, ‘টেক্সটবুকে আমার লেখা গল্প না থাকলেই খুশি হব। এর পরও যদি সেটা পাঠ্যসূচিতে রাখা হয়, সেটা হবে আমার অমতে। যাঁরা এল বাসবরাজু, এ এস মূর্তি রাও, পি লঙ্কেশ (গৌরী লঙ্কেশের বাবা) এবং সারা আবুবাকেরের লেখা বাদ দেন, কন্নড় ভাষা ও সংস্কৃতি নিয়ে তাঁদের কোনও ধারণাই নেই।’ বাম মনোভাবাপন্ন লেখক রামকৃষ্ণের বক্তব্য, ‘টেক্সটবুকে বদল এনে বাচ্চাদের মন বিষাক্ত করার চেষ্টা মেনে নেওয়া যায় না। শিক্ষাকে ব্যবহার করে রাজনীতি ক্ষমার অযোগ্য।’