রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ধারাবাহিক ভাবে ভাল খেলায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। এ বারের আইপিএলে যেন পুনর্জন্ম হয়েছে ক্রিকেটার দীনেশ কার্তিকের। তাঁর এই প্রত্যাবর্তনে অবাক পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। যে ভাবে পারিবারিক সমস্যা সামলে খেলার দুনিয়ায় ফিরেছেন কার্তিক তার প্রশংসা শোনা গিয়েছে আখতারের মুখে। কার্তিক প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে আখতার বলেন, ‘‘আমি সাধারণত কারও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলি না।
কিন্তু কার্তিকের ব্যক্তিগত জীবনের কথা অনেক পড়েছি। পারিবারিক সমস্যা কাটিয়ে যে ভাবে ও ক্রিকেটে ফিরেছে তাতে আমি অবাক। আমি ওকে শুভেচ্ছা জানাতে চাই। আশা করছি আরও কয়েক বছর এ ভাবেই ও খেলবে।’’ তাঁর সময়ে খেলা শুরু করে এখনও যে একই রকম তাগিদ নিয়ে কার্তিক খেলেন তার প্রশংসা করেছেন আখতার। তিনি বলেন, ‘‘এটা খুব বড় ব্যাপার। আমাদের সময় কার্তিক খেলা শুরু করেছিল। কিন্তু এখনও শারীরিক ও মানসিক ভাবে ও শক্ত। ভাল মানুষের সঙ্গে ভালই হয়। ভারতীয় দলে যে কার্তিক আবার সুযোগ পেয়েছে সেটা দেখেই খুব ভাল লাগছে।’’