সামনে ময়দান। অনেক বড় লড়াই। আইপিএলের ফাইনালে ওঠার হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবে রাজস্থান রয়্যালস। তার আগে হিন্দি ছবির গানে অনুপ্রেরণা নিতে দেখা গেল রাজস্থানের ক্রিকেটারদের। রাজস্থানের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্লে-অফের ম্যাচে নামার আগে কঠোর অনুশীলন করছেন রাজস্থানের ক্রিকেটাররা। অধিনায়ক সঞ্জু স্যামসন থেকে শুরু করে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহাল, শিমরন হেটমেয়ার, যশস্বী জায়সবালরা রয়েছেন ভিডিয়োতে।
পিছনে হিন্দি ছবি ‘ইকবাল’-এর ‘আশায়েঁ’ গান হচ্ছিল। ক্রিকেটের উপরেই ২০০৫ সালে সেই ছবি হয়েছিল। শ্রেয়স তলপড়ে, নাসিরুদ্দিন শাহ অভিনীত ছবি থেকেই অনুপ্রেরণা নিতে দেখা যায় রাজস্থানের ক্রিকেটারদের। আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হারতে হয় রাজস্থানকে। অন্য দিকে লখনউ সুপার জায়ান্টসকে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। লিগ তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করায় আরও একটি সুযোগ পাচ্ছেন সঞ্জুরা। বেঙ্গালুরুর বিরুদ্ধে শুক্রবার খেলবেন তাঁরা। কোহলিদের বিরুদ্ধে জিতলে ফাইনালে পৌঁছে যাবে রাজস্থান। তার আগে উত্তেজিত দলের ক্রিকেটাররা।