মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উপকৃত হয়েছেন সাধারণ শতশত মানুষ। বিভিন্ন প্রকল্প থেকে দুয়ারে সরকার, রুপশ্রী, কন্যাশ্রী বহু কিছুতে লাভবান হয়েছেন আম জনতা। এবার বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার কাজে গতি আনতে চাইছে রাজ্য সরকার। এই ইউনিট প্রকল্পের কাজ পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখবে। প্রকল্পটি সঠিকভাবে কার্যকারী হচ্ছে কিনা, সে ক্ষেত্রে নতুন কোনও প্রযুক্তির প্রয়োজন রয়েছে কিনা বা অর্থের প্রয়োজন রয়েছে কিনা সেই সমস্ত বিষয় ইউনিটের আধিকারিকরা সশরীরে গিয়ে পরিদর্শন করে খতিয়ে দেখবেন। জলস্বপ্ন প্রকল্পে রাজ্যের প্রতিটি জেলায় বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার কাজে গতি আনতে চাইছে রাজ্য সরকার। সেই কারণে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিটি জেলায় কেন্দ্রের জল জীবন মিশন প্রকল্পের অপারেশনাল গাইডলাইন মেনে এই ইউনিট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে এই কাজে নজরদারি চালানো হবে। ইতিমধ্যেই রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর এই মর্মে প্রতিটি জেলায় নির্দেশিকা পাঠিয়েছে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার জলস্বপ্ন প্রকল্পের কাজে গতি আনার নির্দেশ দিয়েছিলেন। বিভিন্ন প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী আধিকারিকদের দ্রুত জলস্বপ্ন প্রকল্প সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন। উল্লেখ্য, কেন্দ্রের এই প্রকল্পের অধীনে রাজ্য বেশ কয়েকবার প্রথম হয়েছে। বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রাজ্য প্রথম স্থান দখল করেছে। তবে এবার জনস্বাস্থ্য কারিগরি দফতরের এই নির্দেশের ফলে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার কাজে আরও গতি আসবে বলে মনে করছেন আধিকারিকরা।