উত্তরাখণ্ডে মৃত পাঁচ বাঙালি পর্যটকের মৃত্যুতে শোকাহত মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি শোকপ্রকাশ করেছেন। একইসঙ্গে মৃতদের আত্মীয় পরিজনদের উত্তরাখণ্ডে পৌঁছে দেওয়ার বিষয়েও পশ্চিমবঙ্গ সরকার যাবতীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘উত্তর কাশী যাওয়ার রথে তেহরি অঞ্চলে বাংলার পাঁচ পর্যটকের মৃত্যুর ঘটনায় আমি শোকাহত। তাঁদের পরিবার ও পরিজনদের প্রতি আমি সমবেদনা জানাই।’
একইসঙ্গে টুইটে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, ‘গতকাল রাত থেকেই আমাদের প্রশাসনিক কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এইমস হৃষিকেশে মৃতদেহগুলি রাখা হয়েছে। এ রাজ্য থেকে মৃতদের আত্মীয় পরিজনদের দিল্লী এবং সেখান থেকে হৃষিকেশে পৌঁছে দেওয়ার যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। তাঁরা যাতে শেষকৃত্য সম্পন্ন করতে পারে, সে বিষয়েও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’