প্রিয় শহর কলকাতাকে ঘিরে বাঙালি তথা প্রত্যেকটি মানুষের আগ্রহ উত্তেজনা ও উৎসাহের শেষ না থাকলেও তিলোত্তমার দূষণ নিয়েও কিন্তু অভিযোগ কম নেই সাধারণ মানুষের। এবার এই দূষণ থেকে কলকাতাকে মুক্ত করার আশা জোগাল ফিরহাদ হাকিম। ২০৩০ সালের মধ্যে কলকাতাকে দূষণ মুক্ত শহর গড়ে তুলতে হুগলি জেলায় তৈরি হচ্ছে লজিস্টিক হাব। আগামীদিনে কোনো বড় পণ্যবাহী ট্রাক ঢুকবে না কলকাতা শহরে। বুধবার জেলার শ্রীরামপুর পিয়ারাপুরে দিল্লী রোডের ধারে ১৪৩ একর জমিতে দ্য ক্যালকাটা ট্রান্সপোর্ট লজিস্টিক হাবের শিল্যানাস করেন রাজ্যের পুর ও নগরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। অন্যদিকে শ্রীরামপুরের ২৭ নম্বর ওয়ার্ডে ড্রেনেজ পাম্পিং স্টেশনের উদ্বোধন করেন পুরমন্ত্রী। ১৪ কোটি টাকা ব্যয়ে তৈরী হয়েছে এই পাম্পিং স্টেশন।
শ্রীরাপুর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পরে। বর্ষায় দুর্গতির শেষ থাকে না শহরবাসীর। পাম্পিং স্টেশন তৈরী হওয়ায় সেই সমস্যা দূর হবে। আসানসোল পুর নিগমে বোর্ড গঠন প্রসংঙ্গে নিয়ে ফিরহাদ বলেন, ”কথা চলছে। দ্রুত বোর্ড গঠন হবে। আমরা দুজন মেয়রের নাম ঘোষনা করেছিলাম। রাজ্যপালের কাছে ফাইল আছে। উনি যত তাড়াতাড়ি ছাড়বেন তত তাড়াতাড়ি বোর্ড গঠন হবে।” এছাড়াও লজিস্টিক হাবের গুরুত্ব বোঝাতে গিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এই লজিস্টিক হাবে ভীন রাজ্য থেকে আসা পন্য খালি হবে। এরপর এই লজিস্টিক হাব থেকে ছোট গাড়িতে করে কলকাতার বিভিন্ন পাইকারি বাজার গুলোতে পৌঁছে যাবে। এর ফলে শহরে দূষণ কমবে ও যানজট থেকেও মুক্তি মিলবে। ভবিষ্যতে ধাপে ধাপে সরকারি যানবাহন ইলেকট্রিক করে দেওয়া হবে।