এ যেন নবজন্ম। দীর্ঘ আট বছর পর ফের গাড়ি উৎপাদন শুরু হতে চলেছে হিন্দুস্থান মোটরসে। ইউরোপের একটি বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে। ইতিমধ্যেই মউ সাক্ষর হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে চলতি অর্থবর্ষেই হুগলীর উত্তরপাড়ার হিন্দমোটরে শুরু হয়ে যাবে উৎপাদন।
১৯৪৮ সালে বাংলার উত্তরপাড়ায় ভারতীয় মোটরগাড়ি দুনিয়ার ‘আইকনিক’ ব্র্যান্ড অ্যাম্বাসাডর গাড়ির উৎপাদন শুরু করে বিড়লা গোষ্ঠীর মালিকানাধীন হিন্দুস্থান মোটরস। ৬৬ বছর একটানা রাজত্ব করার পর ২০১৪ সালের মে মাসে সেই কারখানার ঝাঁপ পড়ে অর্থাভাব ও প্রতিযোগিতার চাপে। সেই বছরের ডিসেম্বরে বন্ধ হয় মধ্যপ্রদেশের পিথমপুর কারখানাও। কর্মহীন হন ২৩০০ কর্মী। আট বছরের মাথায় সেই আঁধার কাটিয়ে ফের ফিনিক্স পাখির মতো পুনর্জন্ম নিতে চলেছে দেশের প্রাচীনতম গাড়ি প্রস্তুতকারী সংস্থা।
তবে এখনই অ্যাম্বাসাডর বা অন্য কোনও মোটর গাড়ি নয়, দু’চাকার ইভি স্কুটার তৈরি হবে হিন্দুস্থান মোটরসে। সংস্থার ডিরেক্টর উত্তম বোস বলেন, ‘প্রাথমিকভাবে, প্রকল্পটি দু-চাকার যান দিয়ে শুরু হবে। পরবর্তী পর্যায়ে চার চাকার গাড়িও চালু করা হবে।’
উত্তম বসু জানান, বর্তমান আলোচনা অনুযায়ী ৫১:৪৯ অনুপাতে যৌথ উদ্যোগের ভাবনা রয়েছে। যেখানে হিন্দুস্তান মোটর্সের ৫১% শেয়ার থাকবে। তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে, ইক্যুইটি প্যাটার্ন নিয়ে আরও আলোচনা হতে পারে। এ বিষয়ে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।