সেই একুশের ফোটে ভরাডুবির পর থেকেই বঙ্গ বিজেপিতে শুরু হয়েছে ভাঙন। যা এখনও অব্যাহত। রাজ্যের নানা প্রান্তে দলে দলে গেরুয়া শিবির ছাড়ছেন নেতা-কর্মীরা। এবার ফের পদ্ম শিবিরে ভাঙন। এবার উত্তরবঙ্গে পদ্ম পতাকা ছেড়ে অন্য দলের পতাকা হাতে তুলে নিলেন এক আদি বিজেপি নেতা। বুধবার রাত্রিবেলা নিজেই এই খবর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নবেন্দু সরকার।
এতদিন পর্যন্ত যিনি ছিলেন বিজেপি কিসাণ মোর্চার প্রাক্তন জেলা সভাপতি। নবেন্দুবাবু ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত জলপাইগুড়ি জেলায় বিজেপি কিসাণ মোর্চার জেলা সভাপতি ছিলেন। তাঁর নেতৃত্বেই রাজগঞ্জে ও গজলডোবায় জমি আন্দোলন সংগঠিত হয়েছিল। তাঁর অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের সময় থেকে বাপী গোস্বামীর নেতৃত্বে থাকা বিজেপির অবক্ষয় শুরু হয়েছে। এখানে কাজের বদলে কাছের মানুষকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল। ফলে এই দলে আর থাকা সম্ভব হচ্ছিল না।