বাংলার চিকিৎসা শাস্ত্র যে কতটা এগিয়েছে সে কথা বলাই বাহুল্য। প্রতি নিয়ত অসাধ্য সাধন করে চলেছেন ডাক্তারবাবুরা। এবার বাংলাদেশের এক তরুণী বাংলায় এসে ফিরে পেল তার পূর্ণ শরীর। ছোট থেকে একজন মেয়ে হিসেবে বড় হলেও একজন নারী হিসেবে পূর্ণতা পায়নি সে। অন্যান্য মেয়ে বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে করতেই সে বুঝেছিল বাকি মেয়েদের মত শারীরিক গঠন তাঁর নয়। দিনে দিনে বাড়তে থাকল প্রতিকূলতা। অবশেষে পশ্চিমবঙ্গে এসে নতুন করে ‘জীবনদান’ পেলেন বাংলাদেশের তরুণী। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণীর শরীরে কৃত্রিম যোনি ও জরায়ু স্থাপন করা হয়।
ডাক্তারি ভাষায় এই অস্ত্রোপচারকে বলা হয় ‘ভ্যাজাইনাপ্লাস্টি’। চিকিৎসকেরা জানিয়েছেন, আগামী দিনে ওই তরুণীর যৌনজীবনে কোনও সমস্যা হবে না। তবে সমস্যা একটাই, তরুণী নিজে কখনও সন্তান গর্ভে ধারণ করতে পারবেন না। এই ধরনের অস্ত্রোপচার নজিরবিহীন না হলেও বিরল। জানা গিয়েছে, ওই তরুণী নিজের শারীরিক গঠন সম্পর্কে কাউকে জানাতে পারেনি। বয়স বাড়লে পরিবার থেকে বিয়ে ঠিক করলে আপত্তি জানায় তরুণী। কারণ জানতে চাইলে পরিবারের সদস্যরা জানতে পারে জন্ম থেকেই যোনি ও জরায়ু নেই তাঁর। চিকিৎসকের পরামর্শ নিতে গুগলের দ্বারস্থ হন তরুণী। অনেক খুঁজে হদিশ মেলে। আর সেই হদিশেই বাংলাদেশ থেকে বাংলায় চলে আসেন তিনি।