মাস কয়েক হল রাজ্যের পুসভাগুলির নির্বাচন শেষ হয়েছে। এক বছরের মাথায় হবে পঞ্চায়েত ভোট। আর তার আগে পঞ্চম অর্থ কমিশনের সুপারিশ হাতে এসে গেলে রাজনৈতিকভাবে আরও সুবিধাজনক অবস্থায় থাকবে রাজ্যের শাসক দল তৃণমূল। তাই এবার তড়িঘড়ি পঞ্চম অর্থ কমিশন গঠন করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই কমিশনের কাজ হল, রাজ্য সরকার ও পঞ্চায়েত এবং পুরসভাগুলির মধ্যে রাজস্ব ভাগ-বাটোয়ারার সূত্র বাতলানো।
কমিশনের চেয়ারম্যান করা হয়েছে অর্থনীতির অধ্যাপক অভিরূপ সরকারকে। তিনি চতুর্থ অর্থ কমিশন এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গঠিত ষষ্ঠ বেতন কমিশনেরও চেয়ারম্যান ছিলেন অধ্যাপক সরকার। ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত অধ্যাপক তিনি। কমিশনকে ছয় মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হলেও এর অল্প সময়ের মধ্যে তা হয়ে উঠবে বলে মনে করছে না প্রশাসনিক মহল। তবে, সরকারের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখেই কমিশন যেন রাজস্ব ভাগবাটোয়ারা সুপারিশ করে।
