সৌরভ অর্থাৎ সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে অনেকদিন ধরেই চলছিল এই জল্পনা। উঠে আসছিল বিভিন্ন মন্তব্য। অবশেষে এবার তা সত্যি হল। সিনেপ্রেমী, ক্রীড়াপ্রেমী, বাঙালি থেকে ভারতবাসী, আট থেকে আশি সকলের জন্য সামনে এল এক দারুণ খবর! সৌরভের বায়োপিক নাকি পরিচালনা করতে পারেন সুপারস্টার রজনীকান্ত কন্যা ঐশ্বর্য। বিভিন্ন মহল মারফত কানাঘুষোয় শোনা যাচ্ছে এমনই খবর। ছড়িয়েছে জোর জল্পনা। ২০১০-এ পরিচালনায় হাতেখড়ি হয় ঐশ্বর্যর। রজনীকন্যার নির্দেশনায় প্রথম ছবি ‘3’। যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন ধনুষ। এই ছবির-ই গান ‘কোলাভেরি’ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এখন সরকারিভাবে খবর, ইডেনে কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ দেখতেই সপুত্র কলকাতায় এসেছেন রজনীকন্যা।
কিন্তু, বলাই বাহুল্য যে তার আগে সৌরভের বাড়িতে ঐশ্বর্যর ডিনারে অন্য ‘গল্প’ আছে বলে মনে করছে সিনে দুনিয়া থেকে ক্রীড়া মহল। তবে এই ব্যাপারে এখনও সৌরভ বা ঐশ্বর্য কেউ-ই সরকারিভাবে মুখ খোলেননি। দেননি কোনও বিবৃতিও। প্রসঙ্গত, চলতি বছর মার্চেই তাঁর বায়োপিক তৈরির খবরে চূড়ান্ত শিলমোহর দেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি নিজে। তিনি জানান যে, তাঁর উপর একটি বায়োপিকের প্রযোজনা করবে লাভ ফিল্মস। পরিচালক লাভ রঞ্জন এই লাভ ফিল্মসের কর্ণধার। এরপরই সোমবার রাতে সৌরভের বাড়িতে রজনীকন্যা ঐশ্বর্য এই বায়োপিক তৈরির খবরে নয়া মাত্রা যোগ করেছে। দুই ছেলেকে নিয়ে ঐশ্বর্য এই মুহূর্তে কলকাতায় আছেন। এবং শোনা যাচ্ছে রজনীকন্যার হাত ধরেই রুপোলি পর্দায় উঠে আসবে মহারাজের গল্প।
