বেশকিছু দিন ধরেই রেললাইনের কাজকর্ম চলছে। তাতে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে অনেককেই। বেজায় সমস্যায় রয়েছে সাধারণ মানুষ। মেমু ট্রেনের পরিবর্তে রানাঘাট-শিয়ালদা মেন লাইনে লোকাল ট্রেন চালানোর দাবিতে রানাঘাট স্টেশনে ট্রেন অবরোধ নিত্যযাত্রীদের। এরফলে এই স্টেশনে রানাঘাট শিয়ালদা লাইনের আপ-ডাউন যাবতীয় ট্রেন চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা।
এক নিত্যযাত্রীর দাবি, এদিন অফিস যাওয়ার জন্য তিনি বাড়ি থেকে বার হয়েছিলেন। কিন্তু, দীর্ঘক্ষণ অবরোধের জন্য আটকে যায় ট্রেন। ফলে চরম বিপাকে পড়েন তাঁরা। জানা গিয়েছে, লালগোলা থেকে যে ডাউন ট্রেনটি প্রতিদিন আসে তা অত্যন্ত নোংরা। ফলে সেই ট্রেনে যাতায়াত করতে বিস্তর সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। ওই ট্রেন এর পরিবর্তে নিত্যযাত্রীরা একটি পরিচ্ছন্ন লোকাল ট্রেনের দাবি করেছেন। এদিন তাঁরা সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফলে সঙ্কটে পড়েন নিত্যযাত্রীরা।
বুধবার সকাল ৮টা ৩৫ মিনিট নাগাদ রানাঘাট স্টেশনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। তাঁদের একটাই দাবি, লালগোলা থেকে যে ডাউন ট্রেনটি আসে তা অত্যন্ত অপরিচ্ছন্ন। ফলে সেই অস্বাস্থ্যকর পরিবেশেই যাতায়াত করতে হয় নিত্যযাত্রীদের। সেই ট্রেনের পরিবর্তে তাঁরা একটি পরিচ্ছন্ন লোকাল ট্রেনের দাবি করেছেন। এদিকে রানাঘাটে এই রেল অবরোধের জন্য আটকে পড়ে একাধিক ট্রেন। চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। সপ্তাহে কাজের দিনে ট্রেন আটকে পড়ায় নির্দিষ্ট সময়ে কীভাবে কর্মস্থলে পৌঁছবেন তা নিয়ে উদ্বেগের সুর শোনা যায় তাঁদের গলায়।