শতাব্দী প্রাচীন অন্যতম স্থাপত্য হল পুরী। যার সাথে জড়িয়ে আছে আপামর বাঙালি তথা প্রত্যেকটি মানুষের আবেগ। ২০২০ সালে আচমকাই আগুন লেগে যায় জগন্নাথ মন্দিরের ধ্বজায়। আবার কিছুদিন আগেই পুরীর জগন্নাথ মন্দিরে তাণ্ডব চালিয়ে শতাব্দী প্রাচীন মাটির উনুন ভেঙেছিল দুষ্কৃতীরা। ফের আবারও দুর্ঘটনার কবলে সেই পুরীর জগন্নাথ মন্দির। রক্তাক্ত হলো শতাব্দী প্রাচীন এই স্থাপত্য। পুরীর জগন্নাথ মন্দিরের পুরোহিতের ছেলেকে গুলি করে হত্য করে দুষ্কৃতীরা। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা এসপি বিশাল সিং জানিয়েছেন হত্যার অভিযুক্তকে ধরা পড়েছে৷ হত্যার কারণ ব্যক্তিগত শত্রুতা বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা পুরীতে। পুরী চিরকালই পর্যটন প্রিয় এলাকা। এই ঘটনায় পর্যটকদের মধ্যেও ছড়িয়েছে আতঙ্ক। বেশ কিছু দিন ধরেই একের পর এক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ঐতিহ্য। ২০২০ সালে আচমকাই আগুন লেগে যায় জগন্নাথ মন্দিরের ধ্বজায়। আবার কিছুদিন আগেই পুরীর জগন্নাথ মন্দিরে তাণ্ডব চালিয়ে শতাব্দী প্রাচীন মাটির উনুন ভেঙেছিল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, মন্দিরের রন্ধনশালায় ছিল এই মাটির উনুন। ৪০টি মাটির উনুন ভেঙে ফেলেছে দুষ্কৃতীরা। আবার এখন এই হত্যা। এর কারণ ব্যক্তিগত শত্রুতা বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা পুরীতে।
