বড় ধাক্কা হাত শিবিরে। কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান নেতা কপিল সিব্বল। জি-২৩ গোষ্ঠীর অন্যতম মুখ ছিলেন তিনি। জানা গিয়েছে, কংগ্রেস ছেড়ে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন কপিল। শুধু তাই নয়, সপা-র হয়ে রাজ্যসভায় মনোনয়নও জমা দিয়েছেন তিনি।
বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা কপিলের দাবি গত ১৬ মে তিনি কংগ্রেস ছেড়েছেন। মনমোহন জমানায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। পেশায় আইনজীবী কপিল কংগ্রেসি রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত। রবর্তীতে রাজ্যসভায় মোদী সরকারের দিকে তীক্ষ্ণ আক্রমণ শানানোর ব্যাপারে প্রথম সারিতে ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি কংগ্রেসের বর্তমান নেতৃত্বের সঙ্গে তাঁর মতের অমিল হয়। কংগ্রেসের পরিচালন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সেই সময় থেকএই গান্ধীদের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর।
সম্প্রতি জয়পুরে চিন্তন শিবির শেষে বিক্ষুব্ধ শিবিরের দুই নেতা আনন্দ শর্মা ও গুলাম নবি আজাদকে গুরুত্ব দেওয়া হলেও, ব্রাত্য থেকে যান কপিল। ২০২৪-এর লক্ষ্যে কংগ্রেস যে কমিটিগুলি করেছে তার কোনওটিতেই ঠাঁই হয়নি এই নেতার। তারপরই কংগ্রেস ত্যাগের সিদ্ধান্ত নেন কপিল সিব্বল।