এবার বাংলার গ্রামাঞ্চলের ঘরে ঘরে পাইপের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জলস্বপ্ন প্রকল্পে কাজের গতি বাড়াতে জেলায় জেলায় ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। সময়মতো জলস্বপ্ন প্রকল্পের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করতে দরকারে বিশেষ পদক্ষেপ ও নির্দেশ দেবে এই কমিটি।
প্রসঙ্গত, ‘জলস্বপ্ন’ প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি জল পৌঁছানোর কাজে একাধিকবার দেশের সেরা হয়েছে বাংলা। ২০২৪ সালের মধ্যে বাংলার প্রতি ঘরে জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পের কাজ অর্থনৈতিকভাবে কতটা বাস্তবায়িত হচ্ছে, তা প্রয়োজনে সশরীরে পরিদর্শন করবে এই কমিটির সদস্যরা। কীভাবে এই ইউনিট তৈরি করা হবে তার পূর্ণাঙ্গ নির্দেশিকা ইতিমধ্যেই জেলাগুলিকে পাঠিয়েছে রাজ্যের জনসাস্থ্য কারিগরি দফতর। এই প্রকল্পটি কার্যকর করা, কাজের পর্যালোচনা করা ও প্রয়োজনে উন্নত প্রযুক্তি ব্যবহার করার ব্যাপারেও সিদ্ধান্ত নেবে এই কমিটি।