এক সাধুকে মারধর করে তাঁর জটা কেটে নেওয়া হল। এমন ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের খান্ডোয়ায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও। অভিযুক্ত প্রবীর গৌরকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দুপুরে ঘুরে ঘুরে ভিক্ষা করতে দেখা যায় ওই সাধুকে। সেই সময়ই এক যুবক তাঁকে ধরে মারতে শুরু করে। সঙ্গে চলতে থাকে অশ্রাব্য গালাগাল। মারতে মারতে তাঁকে রাস্তার ধারের এক সেলুনে নিয়ে যায়। সেখানেই ওই সাধুর চুল কেটে দেওয়া হয়। ঘটনার সময় বহু মানুষ আশপাশে উপস্থিত থাকলেও অভিযুক্তকে কেউ বাধা দেয়নি। কিন্তু ঘটনার পুরোটাই মোবাইলে তুলে রাখেন অনেকেই। পরে সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।
জেলার পুলিশ সুপারিটেন্ডেন্ট বিবেক সিং এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে এই বিষয়ে কথা বলার সময় জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি থানায়। তবে পুলিশ ওই ভিডিওর ভিত্তিতে মামলা রুজু করেছে। এরপরই অভিযুক্তকে আটক করে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ওই সাধুকে খুঁজে বের করার চেষ্টাও হচ্ছে।
অভিযুক্ত প্রবীর গৌর হোটেল মালিকের ছেলে বলে জানা গিয়েছে। কেন ওই সাধুকে এভাবে নিগ্রহ করল অভিযুক্ত? ওই সাধুর পরিচয় কী? এসব প্রশ্নের কোনও উত্তর মেলেনি। ঘটনার পর থেকে সাধুরও কোনও খোঁজ নেই। তবে পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখছে।