সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গত রবিবারই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। আর তারপরই শুভেন্দু অধিকারীকে বারাকপুরের সংগঠনের দায়িত্ব দিয়েছে বিজেপি। এবার এ নিয়ে বিরোধী দলনেকে কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, গরুর গাড়ির হেডলাইট হয়। তিনি তাই। যে কাঁথিতে নিজের বুথে, নিজের ওয়ার্ডে, নিজের পুরসভায় যিনি জিততে পারেন না, তিনি গেছেন ওখানে লেজ নাড়াতে। কাকে দিয়েছে রাজার পাট। একবার লোডশেডিং বলে জাতীয় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে জিতেছেন।
আদালতে সেই মামলা চলছে। আর মামলার যাতে শুনানি না হয়, তিনি পালিয়ে বেড়াচ্ছেন। এর পাশাপাশি বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের গুরুত্ব বাড়ানো নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, ‘এটা তাঁদের দলীয় ব্যাপার। দিলীপবাবু যেভাবে বলছেন শুভেন্দু অধিকারী জননেতা নন, শুধু মেদিনীপুরের নেতা। তিনি দল বদলুদের তুলোধোনা করছেন। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি বনাম পরিযায়ী বিজেপি এগুলো তো জানারই কথা এগুলো তো হওয়ারই ছিল।’