আজকাল টিভিতে বা খবরের কাগজের পাতায় পাতায় খুন প্রতিশোধ হানাহানি অপহরণ ছিনতাইয়ের ঘটনা। ছেয়ে গেছে দুর্নীতিতে। তেমন আবারও একটি চাঞ্চল্যকর ঘটনা উঠে এল সামনে। মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে ১০ দিন আগে অপহরণ করা হয় তৃণমূল নেতা আবদুল বারেককে। দশ দিন পর তার দেহ মাটি খুঁড়ে উদ্ধার করল পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। একজন মহিলার যোগাযোগ রয়েছে এই ঘটনায়। তারও খোঁজও শুরু হয়েছে। পাশাপাশি ওই অপহরণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত এলাকার এক তৃণমূল নেতা আবদুল বাসির সহ ৫ জনকে ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
মঙ্গলবার ওই ৫ জনকে গ্রেফতার করা হয়। আজ তাদের তোলা হবে চাঁচোল মহকুমা আদালতে। গত ১৪ মে হরিশ্চন্দ্রপুরের কাতলামারি গ্রামে নিজের বাড়ি থেকে অপহৃত হন আবদুল বারেক নামের ওই তৃণমূল নেতা। অভিযোগ ওঠে এলাকারই তৃণমূল নেতা আবদুল বাসির-সহ মোট ১৫ জনের বিরুদ্ধে। তদন্তে নেমে পুলিশ মঙ্গলবার ভারত-নেপাল সীমান্ত থেকে বাসির সহ ৫ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করেই মেলে মৃতদেহের সন্ধান।
