বঙ্গ বিজেপির যেন শনির দশা চলছে! একুশের ভোটে ভরাডুবির পর থেকেই দলের অন্দরে চলছে মুষল পর্ব। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ, লোকাল ট্রেন থেকে কলকাতার রাজপথে দলীয় নেতার বিরুদ্ধে পোস্টার— নানা ভাবে দলের একাংশের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে দলেরই অন্য অংশকে। একের পর এক পুরভোট, উপনির্বাচনে হারের পর সেই গোষ্ঠীদ্বন্দ্ব আরও বড় চেহারা নিয়েছে।
বারাকপুরের সংসদ অর্জুন সিংহের দল বদল তাতেই নতুন মাত্রা যোগ করেছে। দলের সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারীর যোগ দেওয়ার আগে দলীয় সভাপতির বিরুদ্ধে পোস্টার নিয়ে বারাকপুর শিল্পাঞ্চলে বিতর্ক ছড়ালো। বিজেপি সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে অর্জুন সিংয়ের এজেন্ট বলে দাবি করা হয়েছে পোস্টারে। প্রসঙ্গত, ২০১৯-এর ১৪ মার্চ বিজেপিতে যোগ দিয়েছিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। তারপর লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন অর্জুন। গত রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরে যান তিনি। এই পরিস্থিতিতে বারাকপুরে বিজেপির সংগঠনে সাময়িক সমস্যা হতে পারে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। তড় মধ্যেই এবার গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া সেখানে।