অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের দৌরাত্ম্য বেড়েই চলেছে মার্কিন মুলুকে। এই মুহূর্তে সেখানের স্কুলগুলিতে বন্দুকবাজের হানা নতুন কিছু নয়। এবার যেমন ফের আমেরিকার স্কুলে বন্দুকবাজের নিশানায় খুদে পড়ুয়ারা। মঙ্গলবার টেক্সাসেক এক স্কুলে চলল এলোপাথারি গুলি। ১৮ বছরের স্যালভাডর রামসের গুলির নিশানায় লুটিয়ে পড়ল ১৮ জন খুদে পড়ুয়া সহ ২১ জন।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ এক তরুণ বন্দুকবাজ স্কুলে ঢুকে ব্যাপক এলোপাথারি গুলি চালাতে শুরু করে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ১৮ জন খুদে পড়ুয়ার। জানা গিয়েছে, তাদের প্রত্যেকের বয়স ৭-১০ বছরের মধ্যে। ওই স্কুলের ক্লাস টু থেকে ক্লাস ফোরের বাচ্চারাই ওই বন্দুকবাজের নিশানায় ছিলেন। প্রাপ্তবয়স্ক কয়েকজনেরও মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। পরে শুটারও পুলিশের গুলিতে মারা যায়।
টেক্সাসের রক এলিমেন্টারি স্কুলের ঘটনায় শোকসন্তপ্ত, ক্ষুব্ধ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘মনে হচ্ছে আমার হৃদয়, আমার আত্মার একটা অংশ কেউ ছিঁড়ে নিয়েছে। আর কবে আমেরিকা গান লবির বিরুদ্ধে রুখে দাঁড়াবে?’ টেক্সাসের ঘটনায় জাতীয় শোক ঘোষণা করেছেন বাইডেন। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এদিন।