নেদারল্যান্ডসের গ্র্যান্ডমাস্টার অনীশ গিরিকে চেসেবল মাস্টার্স দাবার সেমিফাইনালে হারালেন মাত্র ১৬ বছরের প্রজ্ঞানন্দ। বছর ২৭-এর অনীশ নেদারল্যান্ডসের গ্র্যান্ডমাস্টার। তাঁকে হারিয়ে এ বার প্রজ্ঞানন্দ মুখোমুখি হবেন বিশ্বের দু’নম্বর ডিং লিরেনের। কিন্তু তার আগে আরও একটা পরীক্ষা প্রজ্ঞানন্দের সামনে। ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টারকে স্কুলে যেতে হবে একাদশ শ্রেণির পরীক্ষা দেওয়ার জন্য। প্রজ্ঞানন্দ বলেন, “আমাকে পৌনে ন’টার মধ্যে স্কুলে যেতে হবে। এখন রাত দুটো বাজে।” কোনও ম্যাচ না হেরে সেমিফাইনালে উঠেছিলেন অনীশ।
কিন্তু সেখানেই তাঁর জয়রথ থামিয়ে দেন প্রজ্ঞানন্দ। প্রথম চারটি ম্যাচের শেষে ২-২ ব্যবধান ছিল প্রজ্ঞানন্দ এবং অনীশের। শেষ ম্যাচ ছিল টাইব্রেকার। সেখানে শুরু থেকেই ভুল করতে থাকেন অনীশ। কিন্তু সহজে ছেড়ে দিতে রাজি ছিলেন না তিনি। লড়াই চালিয়ে যাচ্ছিলেন। একটা সময় এগিয়েও গিয়েছিলেন। কিন্তু এমন সময় একটা বোরে উপহার দিয়ে বসেন অনীশ। তাতেই ঘুরে যায় ম্যাচ। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হলেও পয়েন্টের বিচারে এগিয়ে থাকার জন্য জিতে যান প্রজ্ঞানন্দ।
