এবার উড়িষ্যায় গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল বাংলার পর্যটকের একটি দল৷ মঙ্গলবার রাতে উড়িষ্যার দাড়িংবাড়ি থেকে বিশাখাপত্তনম যাওয়ার পথে পর্যটক বোঝাই একটি বাস উল্টে যায়৷ যার ফলে মোট ছ’জন পর্যটকের মৃত্যু হয়েছে৷ আহতের সংখ্যা ৪২৷ জানা গিয়েছে, মৃত এবং আহতরা প্রত্যেকেই হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা৷
প্রসঙ্গত, তিন দিন আগে হাওড়ার উদয়নারায়ণপুরের সুলতানপুর থেকে বাসে করে উড়িষ্যার কন্ধমহল জেলার বিখ্যাত পর্যটন স্থল দারিংবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ৬০-৬২ জন পর্যটকের একটি দল৷ দারিংবাড়ির পর অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম সহ আরও কয়েকটি জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল তাঁদের৷ দুর্ঘটনার সময় বাসে মোট ৭৭ জন যাত্রী ছিলেন বলে উড়িষ্যার একটি ইংরেজি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে৷
জানা গিয়েছে, দারিংবাড়ি ঘোরার পর বাসটি অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমের উদ্দেশ্যে রওনা দেয়৷ কিন্তু মঙ্গলবার গভীর রাতে কন্ধমহল-গঞ্জম জেলার সীমান্তের কাছে কলিঙ্গ ঘাটের কাছে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে৷ ব্রেক ফেল করার কারণে বাসটির উপরে নিয়ন্ত্রণ হারান চালক৷ যার জেরে বাসটি উল্টে যায়৷ ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়৷ পরে হাসপাতালে আরও একজন পর্যটকের মৃত্যু হয়৷
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনী স্থানীয়দের সাহায্যে উদ্ধারকাজ শুরু করে৷ আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়৷ গুরুতর আহতদের বেরহমপুরের এমকেসিজি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ মৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি৷ তবে মৃতদের মধ্যে চার জন মহিলা এবং দু’ জন পুরুষ রয়েছেন বলে খবর৷