জমজমাট আইপিএল চলছে। তার মধ্যেই রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের জন্য দল ঘোষণা করল মুম্বই। নকআউটে মুম্বই দলের নেতৃত্ব দেবেন পৃথ্বী শ। আগামী ৬ জুন থেকে বেঙ্গালুরুতে নকআউট পর্বের ম্যাচ শুরু হতে চলেছে। মুম্বই খেলবে উত্তরাখণ্ডের বিপক্ষে। সোমবার ২১ জনের দল বেছে নেওয়া হয়েছে। সেই দলে নেই অজিঙ্ক রহাণে। তাঁর চোট রয়েছে। পাশাপাশি আইপিএলেও আহামরি কিছু করে দেখাতে পারেননি। নেওয়া হয়েছে সরফরাজ খানকে। কারণ দিল্লী ক্যাপিটালসের হয়ে এ বার ভাল খেলেছেন তিনি। দুই তরুণ ব্যাটার আরমান জাফর এবং যশস্বী জায়সবালও সুযোগ পেয়েছেন দলে।
অভিজ্ঞ উইকেটকিপার হিসাবে নেওয়া হয়েছে আদিত্য তারেকে। বোলিং বিভাগে জায়গা পেয়েছেন ধবল কুলকার্নি। এ ছাড়া রয়েছেন শামস মুলানি এবং তুষার দেশপাণ্ডে। শ্রেয়স আয়ারকে নেওয়া হয়নি। কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত থাকবেন তিনি। তাহলে আগামী ৬ জুন থেকে শুরু হতে চলেছে বেঙ্গালুরুতে নকআউট পর্বের হাড্ডাহাড্ডি ম্যাচ। যার ২১ জনের দল বেছে নেওয়া হয়ে গিয়েছে। তবে সেই দলে নেই অজিঙ্ক রহাণে। কারণ বাধা হয়ে দাঁড়িয়েছে তাঁর চোট। রয়েছেন সরফরাজ খান।